Wellcome to National Portal

০১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস সারাদেশে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিনিময়, ক্রয়-বিক্রয়, বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

আমাদের অর্জন সমূহ:


*বিল নার্সারি স্থাপন;

*জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ;

*জলাশয়ভিত্তিক মৎস্যজীবীদের সংগঠিত করা ও পরিচালনা;

*মৎস্যজীবী/সূফলভোগীদের জলাশয় ব্যবস্থাপনা/ আইন প্রতিপালন বিষয়ক সচেতনতা সৃষ্টি /উদ্বুদ্ধুকরণ;

*মাছের অভয়াশ্রম স্থাপন/রক্ষণাবেক্ষণ;

*মৎস্যচাষ প্রযুক্তি  সম্প্রসারণ;

*মৎস্য খামার যান্ত্রিকীকরণ ও মৎস্য সাপ্লাই চেইন উন্নয়ন

*মৎস্যখাদ্য সংক্রান্ত লাইসেন্স প্রদান ও মৎস্য খাদ্য পরীক্ষা;

*মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরিদর্শন ও পরামর্শ প্রদান;

*হ্যাচারি/মৎস্যবীজ খামারে মানসম্পন্ন মাছের রেণু উৎপাদন;

*উত্তম মৎস্যচাষ অনুশীলন সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন;

*কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান;

*মৎস্যচাষি, মৎস্যজীবী মৎস্য প্রক্রিয়াকরণ সংশ্লিষ্টসহ অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান;

*মৎস্য বিষয়ক কারিগরি শিক্ষা বাস্তবায়ন; এবং

*মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি।